উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "ডিজিটাল সংযোগ স্থাপন(ইডিসি)" শীর্ষক প্রকল্পের আওতায় তৃণমূল পর্যায়ের ব্রাডব্যান্ড সংযোগবিহীন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন দপ্তর/সংস্থায় ১,০৯,২৪৪ টি ব্রডব্যান্ড এন্ড-ইউজার কানেক্টিভিটি স্থাপন করা হবে। উক্ত সংযোগ স্থাপন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ইউনিয়ন পর্যায়ের ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্থাপনের লক্ষ্যে দেশের তৃণমূল পর্যায়ের কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং স্থানীয় ইন্টারনেট সেবাদানকারী কোম্পানী/সংস্থা (আইএসপি) সহ বিস্তারিত তথ্য প্রয়োজন(সংযুক্ত ছক মোতাবেক এক্সেল ফাইলে নিকস ফন্টে)। এমতাবস্থায়, আপনার অধীন রামগঞ্জ উপজেলার কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় সমূহের হালনাগাদ তথ্য সংযুক্ত ছক মোতাবেক আগামী ০৩/০৩/২০২২ খ্রি. তারিখের মধ্যে joydoict7690@gmail.com ই-মেইলে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস